'ক' বাংলাদেশের একটি সনামধন্য বই প্রকাশনী সংস্থা। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটের কারণে কাগজের দাম বৃদ্ধি পাওয়াসহ নানা কারণে প্রকাশনী সংস্থাগুলো বেশ খারাপ সময় পার করছে। সামনে একুশে বইমেলা যেখানে এ প্রকাশনী সংস্থা থেকে নতুন ও পুরাতন বইয়ের জন্য বেশ ভালো সংখ্যক পাঠক শ্রেণি অপেক্ষা করে। কিন্তু আগত বইমেলায় কয়েকটি বই মেলা আয়োজক সংস্থা দৃষ্টিতে নেতিবাচক হওয়ায় তারা প্রকাশনী সংস্থাকে স্টল বরাদ্দ না নেয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রকাশনী সংস্থা ঐ কয়েকটি বই স্টলে রাখবে না এ শর্তে রাজি হলে আয়োজক সংস্থা তাদের স্টল বরাদ্দ দিবে।