হাহু ল্যান্ডের স্বাধীনতাকামী নেতা পিংপিং ভবিষ্যৎ দেখার যন্ত্রে দেখলেন তাদের আসন্ন বিপ্লবের ফলাফল। তিনি দুটি ফলাফল দেখতে পান।
১. তিনি যদি গ্রেফতার হন এবং জেলের মধ্যে অমানবিক নির্যাতনের মধ্যে থাকেন, তাহলে তার দেশ ১ বছরে স্বাধীন হবে এবং যুদ্ধে ১ কোটি মানুষ মারা যাবে এবং তারা তাদের কাংখিত দেশ পাবেন।
২. পিংপিং সাহেব যদি গ্রেফতার না হয়ে সমঝোতায় বসেন, তাহলে তারা তাদের দেশের ন্যায় একই আয়তনের একটি জনমানবহীন দ্বীপ পাবেন যার সাথে মুল ভুখন্ডের যাতায়াত ব্যবস্থা থাকবে। কিছু মুলধন পাবেন, যা দিয়ে নতুন রাষ্ট্রীয় কাঠামো শুরু করতে হবে এবং এতে কোন প্রাণহানি ঘটবে না।