সাল ৩০২২ । মানব সভ্যতা মহাকাশ পাড়ি দিয়ে ভিন্ন একটি গ্যালাক্সিতে পৌঁছিয়েছে। এই অভিযানের একটি মূল লক্ষ্য , নতুন জীবের (life form) অনুসন্ধান করা এবং তাদের উপর দূর থেকে গবেষণা করে সেটির কথা পৃথিবীতে জানানো। এই অভিযানের দায়িত্বে থাকা স্পেস ফোর্সের ক্যাপ্টেন পিকার্ড ও তার দল একটি গ্রহের সম্মুখীন হয়েছে যেটিতে এমো নামের এক জীবের বসতি রয়েছে। এবং তাদের গ্রহে একটি উল্কাপিণ্ড (meteor) আঘাত হানতে চলেছে যা এমো সভ্যতার মানুষ মেরে ফেলবে । তবে পিকার্ড ও তার দলের কাছে এটি রোধ করার উপায় আছে যাতে কিছু এমো বেচেঁ যায় কিন্তু নিজেদের স্পেসশিপ এমো জাতির কাছে এক্সপোজ হয়ে যাবে।
এই অভিযানে Prime Directive নামক একটি পথনির্দেশক নীতি রয়েছে যেটি যেকোনো পরিস্থিতিতে অন্য সভ্যতার প্রাকৃতিক বিকাশে হস্তক্ষেপ করা থেকে গবেষকদের বিরত থাকতে বলেছে।