সাল ২১৫০।পৃথিবীর খনিজ এবং অন্যান্য সম্পদ প্রায় ফুরিয়ে গিয়েছে। এসময় পৃথিবীর মানুষ প্যান্ডোরা নামের একটি গ্রহের সংবাদ পায় যে গ্রহের একটি নির্দিষ্ট খনিজ "আনঅবটেনিয়াম" পৃথিবীর এই সম্পদের অভাব এবং শক্তির সংকট চিরতরে পূরণ করতে পারবে। তবে প্যান্ডোরায় নাভি নামের এক প্রাণীর বসবাস যারা অনেকটা মানুষের মত।তারা একটি গাছের পূজা করে এবং ওই গাছের নিচে আনঅবটেনিয়ামের সবচেয়ে বড় খনি। পৃথিবীর মানুষ আনঅবটেনিয়াম আরোহন এর লক্ষ্যে বৈজ্ঞানিক এবং সামরিক প্রস্তুতি নিয়ে প্যান্ডোরার উদ্দেশ্যে রওনা হয় যেটির নাম "অপারেশন প্যান্ডোরা"। নাভি প্রজাতির মানুষের ডিএনএ এর সাথে মানুষের জিন মিশিয়ে হাইব্রিড তেরি করে মানুষ, যেগুলোয় মানুষের বোধ স্থানান্তর করা সম্ভব এবং মানুষের পরিকল্পনা থাকে যে এই হাইব্রিড গুলো ব্যাবহার করে তারা নাভি জাতির সাথে সখ্যতা গড়ে তুলে তাদেরকে পূজনীয় গাছটির স্থান ছেড়ে চলে যেতে বলবে যেন কোনো প্রাণের ক্ষতি না হয়।
জ্যাক,একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ(কোমরের নিচে অনুভূতিহীন,হাটতে পার না) অপারেশন প্যান্ডোরার একজন সদস্য যার দায়িত্ব একটি হাইব্রিডে তার চেতনা স্থানান্তরিত করে পরবর্তীতে নাভি জাতির কাছ থেকে তথ্য আনা।ঘটনাক্রমে সে নাভি জাতির অনেক কাছে চলে আসে এবং তাদের ক্ল্যানের সদস্য হতে পারে।এরপর সে নাভি জাতির মানুষদেরকে ওই অঞ্চলটি ছেড়ে যেতে বললেও তারা সেটি ছেড়ে যায় না,কিন্তু মানুষের বাহিনী এরপরেও সে স্থানে খনিজ উত্তোলনের লক্ষ্যে ত্রাস চালায় এবং প্রথম পর্যায়ে নাভি জাতির অনেকে নিহিত হয়।পরবর্তীতে জ্যাক নাভি জাতিকে সহযোগিতা করে এবং এর ফলে মানুষ ও নাভি জাতির যুদ্ধে মানুষ হেরে যায় এবং বেচে থাকা মানুষদের কে পৃথিবীতে খালি হাতে পাঠিয়ে দেওয়া হয়।জ্যাক তার চেতনাকে চিরতরে তার হাইব্রিডে স্থানান্তর করে দিয়ে প্যান্ডোরায় থেকে যায়।